How To Get More Visitor with Off page SEO Bangla

off page seo


আমরা যারা Blogging শুরু করার কথা ভাবছি অথবা শুরু করেছি হয়তোবা জেনে থাকবো যে একটি সাইটের এর Rank করার জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হাই কোয়ালিটি ব্যাকলিংক ,হাই কোয়ালিটি ব্যাকলিঙ্ক এর উপরে নির্ভর করবে আপনি এস... থেকে কতটুকু লাভবান হতে পারবেন এবং অনেক লো কোয়ালিটির ব্যাকলিংক এর চেয়ে কিছু পরিমান হাই কোয়ালিটি ব্যাকলিংক অনেক ভালো এবং আপনাকে গুগলএ রেঙ্ক করতে সাহায্য করবে
 
**আসুন জেনে নেই হাই কোয়ালিটি ব্যাকলিঙ্ক এর কিছু বৈশিষ্ট্য**

/এমন সাইট/ব্লগ থেকে ব্যাকলিঙ্ক হতে হবে যাদের প্রতিদিন অনেক বেশী পরিমান ভিজিটর হয়
 
/ব্যাকলিঙ্কটি অবশ্যই হাই ডোমেইন অথরিটি এবং পেজ অথরিটি সাইট থেকে হওয়া
 
/ব্যাকলিঙ্কটি অবশ্যই হাই পেজরেঙ্ক সাইট/ব্লগ থেকে হওয়া
 
/ব্যকলিঙ্কটা পেইড কোন মতেই হতে পারবে না
 
/কন্টেন্ট থেকে ব্যাকলিঙ্ক হওয়া এবং হাই কোয়ালিটি কনটেন্ট থেকেই হওয়া উচিত
 
/নন-রেসিফোকাল ব্যাকলিঙ্ক হওয়া

Blog commenting

এখন পর্যন্ত ব্লগ কমেন্টিং হচ্ছে হাই কোয়ালিটি ব্যাকলিঙ্ক এর সবচেয়ে বড় একটি উৎস। আপনি খুব সহজেই আপনার ব্লগ/সাইট এর নিশ অনুযায়ী ব্লগ খুঁজে বের করে সেখানে কমেন্টস করার মাধ্যমে হাই কোয়ালিটি ব্যাকলিঙ্ক করতে পারবেন। আপনি যদি অন্যদের ব্লগে ভালো কমেন্ট করতে পারেন তাহলে সেখান থেকে অনেক রেফারেল ভিজিটরও পাবেন। গুগলে সার্চ করেই আপনার ব্লগ/সাইট রিলেটেড নিশ ব্লগ খুঁজে পাবেন

Geast Posting

গেষ্ট পোষ্টিং এর কথা শুনলে অনেকেই ভয় পান কারণ বেশিরভাগ ক্ষেতে এটি আর্টিকেল সাবমিশন থেকেও বেশি কঠিন। আপনি যদি ভালো কন্টেন্ট রাইটার না হন আর অন্যান্য ব্লগারদের সাথে আপনার ভালো যোগাযোগ না থাকে তাহলে সহজে আপনি ভালো কোন ব্লগে গেষ্ট পোষ্টিং করে হাই কোয়ালিটি ব্যাকলিঙ্ক তৈরী করতে পারবেন না। এছাড়া আপনি গুগলে সার্চ করে আপনার সাইট এর নিশ রিলেটেড ব্লগ/সাইট খুঁজে বের করতে পারেন যা সহজেই গেষ্ট পোষ্ট অ্যাপ্রোভ করে

Article Submission

আর্টিকেল সাবমিশন আরেকটি গুরুত্বপূর্ন মাধ্যম যার সাহায্যে অনেক হাই কোয়ালিটি ব্যাকলিঙ্ক করা সম্ভব। এইটা অনেকটা গেষ্ট পোষ্টিং এর মতো এবং আপনি যদি ব্লগিং বা এস... তে নতুন হয়ে থাকেন তাহলে এটি হয়তবা আপনার জন্য কিছুটা কঠিন হতে পারে। কারন আর্টিকেল সাবমিশন এর জন্য ভালো আর্টিকেল লিখতে হয়। এছাড়া এতে কিছুটা ধৈর্য্য আর সময় দরকার হয়

Social Bookmarking

ব্লগে ভিজিটর বাড়ানোর জন্য সোশ্যাল বুকমার্কিং আরেকটি জনপ্রিয় উপায়। এর মাধ্যমে খুব সহজে এবং দ্রুত আপনে কোয়ালিটি ব্যাকলিঙ্ক পাবেন এবং সাথে সাথে আপনি অনেক রেফারেল ভিজিটর পাবেন। ভালোমানের কিছু সোশ্যাল বুকমার্কিং সাইট এর রেজিস্ট্রেশন করুন এবং সম্ভব হলে আপনার ব্লগ এর প্রতিটা পোষ্ট শেয়ার করুন

Forum Posting

ফোরাম পোষ্টিং একটি পুরাতন অফ-পেজ এস... টেকনিক যা এখনো অনেক জনপ্রিয়। ফোরাম পোষ্ট এবং সিগনেচার থেকে খুব সহজেই ব্যাকলিঙ্ক পাওয়া যায় যা সার্চ ইঞ্জিন থেকে ভিজিটর বাড়াতে সাহায্য করে। অনেকেই বলে সিগনেচার লিঙ্ক স্পাম হিসেবে গণ্য করা হয়, কিন্তু আপনি যদি গঠনমূলক পোষ্ট এবং ফোরামে নিয়মিত অংশগ্রহণ করেন তাহলে সিগনেচার লিঙ্ক স্পাম হিসেবে ধরা হয় না

Article Directory submission

আর্টিকেল ডিরেক্টরি সাবমিশন একটি পুরাতন টেকনিক, এটি যদি আপনি ঠিকভাবে করতে পারেন তাহলে এখনো ভালো কাজে দেয়। আর্টিকেল সাবমিশন এর সাহায্যে আপনি খুব সহজেই ভালো মানের ব্যাকলিঙ্ক এবং অনেক রেফারেল ভিজিটর পাবেন

Video Marketing

ভিডিও মার্কেটিং বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় একটি অফ-পেজ এস... টেকনিক যা দিয়ে সহজেই সার্চ ইঞ্জিন থেকে ভিজিটর বাড়ানো সম্ভব। আপনার ব্লগ রিলেটেড কিছু ভিডিও তৈরি করুন তারপর সেইগুলা ইউটিউব, ভিমো বা অন্যান্য ভিডিও শেয়ারিং সাইট পাবলিশ করুন। এতে করে আপনে মান-সম্মত ব্যাকলিঙ্ক পাবেন সাথে সাথে রেফারেল ভিজিটর পাবেন

Documents Shearing

ডকুমেন্টস শেয়ারিং করে সহজেই হাই কোয়ালিটি ব্যাকলিঙ্ক তৈরী করা যায়। আপনার ব্লগ/সাইট এর নিশ রিলেটেড কিছু ইবুক, পি.ডি.এফ. ফাইল এবং প্রেসেন্টেশন তৈরী করে সেইগুলা বিভিন্ন হাই পেজ ্যাঙ্ক, এলেক্সা ্যাঙ্ক ডোমেইন অথরিটির ডকুমেন্টস শেয়ারিং সাইট পাবলিশ করতে পারেন। ডকুমেন্টস গুলো তৈরী করার সময় সেগুলার মধ্যে আপনার সাইট এর ব্যাকলিঙ্ক দিয়ে দেন, তাহলেই সহজেই হাই কোয়ালিটি ব্যাকলিঙ্ক পেয়ে যাবেন

Press Releases Submission

এইটা অনেক পুরাতন একটি টেকনিক কিন্তু এখনো হাই কোয়ালিটি ব্যাকলিঙ্ক করার জন্য অনেক কাজে দেয়। কিছু হাই পেজ ্যাঙ্ক এবং ডোমেইন অথরিটি এর প্রেস রিলিস সাইট খুঁজে বের করুন তারপর সেইগুলাতে আপনার ব্লগ/সাইট সম্পর্কে ইউনিক প্রেস রিলিস সাবমিট করুন যাতে সহজেই পাবলিশ হয়ে যায়

 আজকে এই পোস্টের মধ্যে আমরা যে কয়েকটি Off Page issu নিয়ে আলোচনা করলাম তার প্রত্যেক টি নিয়ে আমরা বিস্তারিতভাবে  টিউটোরিয়াল দিবো আমাদের ব্লগে তাই সামনের পোস্টগুলি পড়তে আমাদের সাথে থাকুনএই টিউটোরিয়াল টি ভালো লাগলেfacebook,twitter,google plus শেয়ার করুন


এছাড়া অনলাইন মার্কেটিং ইংরেজি শিখতে আমাদের Facebook Page এ আসুন।Facebook.com/onlinelearningpoint 

SEO শিখার ভিডিও টিউটোটোরিয়াল দেখতে এই লিংকে ক্লিক করুন।SEOTutorial-Eemran

অনেক সময় নিয়ে আর্টিকেল টি পড়ার জন্য ধন্যবাদ। 

No comments: