How To Get More Visitor In Google Bangla Tutorial


how to get more visitor
আপনি
একটি নতুন Blog তৈরী করেছেন কিন্তু visitor আনতে পারছেননা অনেকেই blog খুলেছেন অনেক উৎসাহ নিয়ে কিন্তু এখন ব্লগে ভিসিটর বেশি না পেয়ে উৎসাহ হারিয়ে ফেলছেন তাই তাদের জন্য আজকে আমার এই পোস্ট

আসুন বাড়িয়ে নেই আমাদের Blog visitor অনেক সহজ উপায়ে ওয়েবসাইটে ভিসিটর বাড়ানোর জন্য সার্চইঞ্জিন  অপ্টিমাইজেশন খুবই গুরুত্বপূর্ণ তাই যারা জানেননা তারা ব্লগিং করে সফল হতে পারেননা


SEOএর দুইটি ভাগ রয়েছে-1.One Page SEO 2.Off Page SEO . আপনার ব্লগের জন্য দুইটাই খুবই গুরুত্ব বহন করে যদি একটি ভালো-ভাবে করেন আর অন্যটি না করেন তাহলে আপনি কিন্তু  সার্চ ইঞ্জিন থেকে ভালো ভিজিটর পাবেন নাআজকে আমরা আলোচনা করবোSEOএরOnePAGEএর কিছু উপায় সম্পর্কেআসুন শুরু করা যাক --------

1.keyword Reserch:- googe keyword planarথেকে ভালো সার্চ Search Voliom,CPC এবং তার কম্পিটিটর কারা করা আছে সেটি ভালোভাবে যাচাই করে আপনার ব্লগের জন্য ভালো কিছু কীওয়ার্ডবাছাইকরতে হবেএইবিষয়টি ভালোভাবে শিখতে চাইলেyoutube থেকে keywordresearch এর টিউটোরিয়াল দেখে নিতে পারেন


2.Meta Title and Meta Description:- ওয়েবসাইটে ভিসিটর বাড়ানোর জন্য সাইটের মেটা টাইটেল এবং মেটা ডেসক্রিপশন এসইও অপটিমাইজড হওয়া খুব জরুরিতাই আপনাকে আপনার সাইট এই দুইটি বিষয় ভালোভাবে লক্ষ রাখতে হবেমেটা টাইটেল এবং মেটা ডেসক্রিপশন কিভাবে তৈরী করতে হয় জানতে আমাদের ব্লগে একটিভ থাকুন। খুব তাড়াতাড়ি এই বিষয়ে একটি পোস্ট দেওয়া হবে।

3.H1Tag-গুগল সার্চইঞ্জিন রাঙ্কিং ফ্যাক্টর এর মধ্যে একটি বড় টার্মস হচ্ছে এই H1 tag এই বিষয়ের গুরুত্ব অনেক। গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিন গুলি আপনার সাইট কে Rankingএর জন্য এই বিষয় টি খুব এই জরুরি। তাই অবশ্যই আপনার আর্টিকেল এর মধ্যে এর ব্যবহার করতে হবে। 

4.Image Alt Tag:- আপনি যখন একটি আর্টিকেলের মধ্যে একটি একটি ফটো দেন তখন সেই ফটো টি যে আপনার নিজম্ব সেটি নিস্চিত করার জন্য যে ট্যাগ টি দেওয়া হয় তাকেই বলে Image Alt Tag এর মাধমেও অনেক ভিসিটর আনা সম্ভব।তাই আমরা যখন আমাদের ব্লগে বা ওয়েবে একটি imaige দেই তখন তার imaige proportion এ কীওয়ার্ড দেওয়া খুবই জরুরি।

5.Internal link:- আমাদের ওয়েবসাইটের কনটেন্ট গুলি কে একটি আরেকটির সাথে লিংক করাকে বলা হয় internal link. যেমন ধরুন আপনার সাইট এ একই ধরনের দুটি আর্টিকেল বা কনটেন্ট রয়েছে। আপনি আপনার ভিসিটরকে আপনার এই কনটেন্ট থেকে অন্য কনটেন্ট এ পাঠাতে পারেন যে এই বিষয়ে আরো কিছু জানতে এই আর্টিকেল পড়ুন।

6.URL/Permalink Structure:- আমরা অনেক ওয়েবসাইটে গেলে দেখি তাদের Url গুলি পড়া যায়। আমরা যারা নতুনরা আমাদের ব্লগেও ইউআরএল টি এভাবে অপ্টিমাইজ করা দরকার। আপনি আপনার ব্লগেও এই ধরণের পার্মালিংক ব্যবহার করুন। তাহলেই আপনার সাইট গুগল এ Rank করবে। 

7.Ancor Text:- বলা হয় যে কোনো টেক্সট বা লেখা কে লিংক করা কে।এই এর মাধ্যমে ভিজিটর কে অন্য কোনো কন্টেন্টে নিয়ে আসা যায়।


আজকে এই পোস্টের মধ্যে আমরা যে ৭টি One Page issu নিয়ে আলোচনা করলাম তার প্রত্যেক টি নিয়ে আমরা বিস্তারিতভাবে  টিউটোরিয়াল দিবো আমাদের ব্লগে তাই সামনের পোস্টগুলি পড়তে আমাদের সাথে থাকুনএই টিউটোরিয়াল টি ভালো লাগলেfacebook,twitter,google plus শেয়ার করুন


এছাড়া অনলাইন মার্কেটিং ইংরেজি শিখতে আমাদের Facebook Page এ আসুন।Facebook.com/onlinelearningpoint 

SEO শিখার ভিডিও টিউটোটোরিয়াল দেখতে এই লিংকে ক্লিক করুন।SEOTutorial-Eemran

অনেক সময় নিয়ে আর্টিকেল টি পড়ার জন্য ধন্যবাদ।