আমাদের দেশে ক্রমেই আউটসোর্সিং জনপ্রিয় হয়ে উঠছে। এর অন্যতম কারণ এখানে স্বাধীন ভাবে কাজ করা যায়। কেননা এখানে অনেক সহজ কাজ করে অনেক ভালো ইনকাম করা যায়। বর্তমানে বাংলাদেশ এও তরুণরা এই ইন্ডাস্টিতে প্রচুর পরিমানে আসছে। এবং এই সেক্টরে কাজ করে অনেকেই স্বাবলম্বী হচ্ছে। আজকে আমরা বর্তমান বিশ্বের কিছু জনপ্রিয় কিছু ফ্রীলান্স মার্কেটপ্লেস এর বিষয়ে জানবো।
Upwork:-(এর পূর্বের নাম ওডেস্ক )যেখানে প্রায় ১.৫ মিলিয়ন ক্লাইন্ট আছে এবং প্রচুর পরিমানে কাজ পাওয়া যায়। এখানে সাধারণত আইটি রিলেটেড কাজ গুলি বেশি পাওয়া যায়। এখানে এন্ট্রি থেকে শুরু করে এক্সপার্ট সবাই কাজ করতে পারে। এখানে দুই ধরণের কাজ পাওয়া যায়। ঘণ্টা প্রতি এবং ফিক্সড প্রাইজের।ছোট ও বড় সকল ধরণের প্রজেক্টেই কাজ করা যায়.এখানে আপনি আপনার ক্যারিয়ার শুরু করতে পারেন।
GURU:-গুরু ও আপওয়ার্ক এর মতোই এখানে আপনি আপনার পুরাতন কাজের অভিজ্ঞতা ও দক্ষতা ধারা অতি তারা তারি কাজ পেয়ে যাবেন। এই মার্কেট প্লেস টি নতুনদের জন্য বেশ ভালো। এবং এখানে অতি সহজেই কাজ পাওয়া যায়।